হিসাবরক্ষক

 হিসাবরক্ষক
সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়

Job Category : Accounts/Finance/Auditing

Job Source: The Daily Observere

Posted On: 27 Jun 2023

Application Deadline: 18 Jul 2023



হিসাবরক্ষক হলেন এমন একজন ব্যক্তি বা পেশাদার যার প্রধান কাজ হলো আর্থিক হিসাবের রক্ষণাবেক্ষণ ও পরিচালনা করা। তারা ব্যবসা, প্রতিষ্ঠান, সংস্থা, ব্যাংক, শিক্ষা প্রতিষ্ঠান, নিজস্ব প্রতিষ্ঠান ইত্যাদি প্রতিষ্ঠানে কাজ করতে পারেন।

হিসাবরক্ষকদের কাজ সাধারণত নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলি অন্তর্ভুক্ত থাকে: ১. সাপ্তাহিক, মাসিক বা বার্ষিক হিসাব পরিচালনা করা। ২. নগদ বা ব্যাংক লেনদেন সম্পর্কিত রশিদ, বইমেলা, বারকোড স্ক্যান ইত্যাদি ব্যবহার করে লেনদেন সংক্রান্ত হিসাব রেকর্ড করা। ৩. মাসিক বা বার্ষিক হিসাব রিপোর্ট তৈরি করে উচ্চতম প্রশাসকের কাছে প্রেরণ করা। ৪. ব্যাংক হিসাবের রেকর্ড রাখা এবং ব্যাংক লেনদেন প্রক্রিয়া করা। ৫. কর ও আয়কর সংক্রান্ত সাপ্তাহিক, মাসিক বা বার্ষিক হিসাব প্রদান করা।





Post a Comment

0 Comments